Thu. Sep 18th, 2025
Advertisements

29lখোলা বাজার২৪, শুক্রবার, ১১ মার্চ ২০১৬ : বর্তমান সরকারের উন্নয়ের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শুধু ২০১৯ সালের নির্বাচনেই নয়, আগামী ২০১৪ সালের নির্বাচনেও বর্তমান সরকার জয়ী হয়ে ক্ষমতায় আসবে। সেই লক্ষেই বর্তমান সরকার উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে।
শুক্রবার সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী কথা বলেন।
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে বলেই ভোটাররা এই সরকারের প্রতি আস্থাশীল হয়ে বারবার নির্বাচিত করবে।’
জেলা সিভিল সার্জন ডা. সাদেকুল ইসলামের সভাপতিত্ব্ এতে অন্যান্যের মধ্যে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান লায়লা আঞ্জুমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাসুদেব গাঙ্গুলী, চক্ষু বিভাগের অধ্যাপক ডা গোলাম মোস্তফা, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডিডি শাহীন হাসান, শহীদ এম মনসুর আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল ইসলাম, সিরাজগঞ্জ সদর হাসপাতালের আরএমও আকরামুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী প্রমুখ বক্তব্য রাখেন।