Thu. Sep 18th, 2025
Advertisements

3kখোলা বাজার২৪, রবিবার, ১৩ মার্চ ২০১৬ : ধর্মশালায় বৃষ্টি বাধা উপেক্ষা করে সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়ায় বাংলাদেশ ও ওমানের মধ্যকার ম্যাচ। বাঁচা-মরার ম্যাচে ওমানের বিপক্ষে সাবধানেই পা ফেলে বাংলাদেশ। টাইগারদের শুরুটা ছিল ধীর গতির। প্রথম ৬ ওভারে মাত্র ২৯ রান দলের স্কোরশিটে যোগ করেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। পরের ওভারেই অবশ্য সাজঘরের পথ ধরেন সৌম্য। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বলের লাইন মিস হয় তার। দলীয় ৪২ রানের মাথায় অজয় লালচেতার শিকারে পরিণত হন সৌম্য। ২২ বল খেলে ২টি চারে করেছেন মোটে ১২ রান। স্ট্রাইক রেট ৫৪.৫৪!
এদিকে তামিম ইকবাল বোঝালেন ফর্ম কাকে বলে? দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যানের ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। তুলে নিয়েছেন সেঞ্চুরী।
শেষ পর্যন্ত টাইগাররা নির্ধারিত ২০ ওভার শেষে টাইগাররা ২ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। জয়ের জন্য ওমানকে করতে হবে ১৮১ রান।