Wed. Sep 17th, 2025
Advertisements

10kখোলা বাজার২৪, সোমবার, ১৪ মার্চ ২০১৬ : আমরা কোথাও আইএস দেখি না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইএস দেখতে চায়। দেশে যখনই উন্নয়নের জোয়ার আসে তখনি একটি গোষ্ঠী আইএস আইএস বলে ভীতি সঞ্চারের চেষ্টা করে। আসলে বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। আজ রবিবার বিকেলে রাজধানীর অদূরে দোহার গালিমপুরে পুলিশের একটি তদন্তকেন্দ্র উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা বা সংখ্যালঘুদের ও‍পর হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি বলেন, নির্বাচন সহিংসতামুক্ত রাখতে নির্বাচন কমিশন (ইসি) পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেবে। ইসির নির্দেশ মতো সবাই কাজ করবে। বাংলাদেশ ব্যাংকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে তাদের সনাক্ত করা হয়েছে। এসময় তিনি সরকারের নানা ফিরিস্তি তুলে ধরে বলেন, পুলিশকে ঢেলে সাজানো হয়েছে। তাদের জন্য আধুনিক ল্যাবের ব্যবস্থা করা হয়েছে।