Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41kখোলা বাজার২৪, সোমবার, ১৪ মার্চ ২০১৬ : আইফোন দিয়ে ছবি তুলছেন গুগলের সাবেক প্রধান নির্বাহী ও অ্যালফাবেটের বর্তমান নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিত। ছবি : ওসেন
গুগল আর আইফোন প্রযুক্তি বাজারের দুই প্রতিযোগী। স্মার্টফোনের ব্যবসায় একজন নিয়ে এসেছে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম, আরেকজনের অপারেটিং সিস্টেম আইওএস।
তবে এবার নতুন এক মজার বিষয় জানা গেল, তাও আবার প্রমাণসহ। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও গুগলের সাবেক প্রধান নির্বাহী ও বর্তমানে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিত আইফোন ব্যবহার করেন।
আইফোন দিয়ে ছবি তোলার সময় স্মিতের একটা ছবি পাওয়া গেছে এবং তা সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ায় গুগলের আলফাগো অনুষ্ঠানে যোগ দিয়েছেন স্মিত। সেখানেই আইফোন হাতে তাঁর ছবি তোলা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বসে এক অনুষ্ঠানে আইফোন ব্যবহার করেন তিনি। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ওসেন ছবি ও খবরটি প্রকাশ করেছে।
তবে এটাই নাকি প্রথম নয়। এর আগেও অ্যানড্রয়েড ছাড়া অন্য অপারেটিংয়ে চালিত স্মার্টফোন পাওয়া গেছে তাঁর হাতে। এর আগে তা হাতে দেখা গিয়েছিল ব্ল্যাকবেরি এবং সে সময় তিনি জানিয়েছিলেন, ব্ল্যাকবেরির কিবোর্ড তিনি পছন্দ করেন।
২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত গুগলের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন এরিক স্মিত। এরপর তিনি গুগলের নতুন প্রতিষ্ঠান অ্যালবাবেটের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। গুগলকে একটি স্টার্টআপ প্রতিষ্ঠান থেকে দুনিয়াসেরা প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করার কৃতিত্ব অনেকাংশেই এরিক স্মিতের। গুগলের আগে নোভেলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।