Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43kখোলা বাজার২৪, সোমবার, ১৪ মার্চ ২০১৬ : দেশিয় প্রযুক্তিতে বিদ্যুতের লোডশেডিং নিয়ন্ত্রণ যন্ত্র উদ্ভাবন করে রীতিমত সাড়া ফেলে দিয়েছেন সিরাজগঞ্জের বজরু দুলাল। তার দাবি এই যন্ত্রটি ব্যবহার করলে বিদ্যুতের অপচয় রোধ হবে, কমবে গ্রাহক ভোগান্তি। স্থানীয় পল্লী বিদ্যুতের কর্মকর্তারা মনে করে এই উদ্ভাবানটি কাজে লাগানো গেলে সাশ্রয়ী বিদ্যুৎ আরও বেশি সংখ্যক মানুষ ব্যবহার করতে পারবে।
বেলকুচির সুবর্ণসারা গ্রামের বজরু দুলাল। ছোট বেলা থেকেই যার ইলেকট্রনিক সামগ্রীর প্রতি দারুণ ঝোঁক ছিল। সেই নেশা থেকেই উদ্ভাবনের পথে পা বাড়ান তিনি। দুলালের তৈরি ইউপিএস, আইপিএস ও ডিজিটাল পদ্ধতি, সেচপাম্পসহ নানা ধরনের ইলেকট্রনিক সামগ্রী এখন ব্যবহার করছে তারই গ্রামের মানুষ। সর্বশেষ তার উদ্ভাবিত লোডশেডিং নিয়ন্ত্রণ করা যন্ত্রটি রীতিমত আলোড়ন তৈরি করেছে।
উদ্ভাবকের দাবি নতুন এই যন্ত্রটি দিয়ে বাড়তি খরচ ছাড়াই বাণিজ্যিক, আবাসিক ও সেচযন্ত্রসহ সকল বৈদ্যতিক সংযোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে অপচয় রোধ করে সেই বিদ্যুৎ দেয়া যাবে নতুন গ্রাহকের মাঝে।
উদ্ভাবক বজরু দুলাল বলেন, ‘এই ভিভাইসের মাধ্যমে বিদ্যুতের লোডশেডিং প্রতিরোধ করা সম্ভব এবং সিস্টেম লস প্রতিরোধ করা সম্ভব। বিদ্যুৎখাতে এই ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করাও সম্ভব’।
দুলালের এই উদ্ভাবনে দারুন খুশি তার এলাকাবাসীও। এলাকার এক বাসিন্ধা বলেন, ‘এই ডিভাইসটা আবিষ্কার করাতে আমি খুব গর্বিত। এইটার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন হবে এটা আমি আশা করি’।
এরই মধ্যে স্থানীয় ডিজিটাল মেলায় প্রথম পুরষ্কার পেয়েছে দুলালের এই উদ্ভাবন। এই প্রযুক্তি সরকারের উ”চ মহলের নজরে আনার চেষ্টা চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল হাসান বলেন, ‘ডিজিএম সাহেব যদি টেকনিক্যাল বিষয়ে মতামত দেয় অবশ্যই আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা সংশিষ্ট বিভাগে পাঠাবো। এই প্রযুক্তিটা যদি কার্যকর কিছু হয় এবং দেশ ও জাতি যদি উপকৃত হয় তাহলে আমরা অবশ্যই একটা ডিপিপি চাইব’।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুতের উপ-মহা ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ‘ওনি যে পর্যন্ত আমাদের কাছে প্রর্দশন করেছেন সে অনুযায়ী যদি এটা বড় আকারে করা সম্ভব হয় তাহলে এই প্রযুক্তির মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে’।
এলাকাবাসীসহ বজরু দুলালের প্রত্যাশা তার উদ্ভাবিত যন্ত্রটি সরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষা করে বাজারজাত করা হোক।