Sat. Sep 20th, 2025
Advertisements

46kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ : নেব্রাস্কার একটি মেডিক্যাল টিম এক যুগান্তকারী সাফল্য লাভ করল তাদের গবেষণায়। কারলা পেরেজ, মাত্র ২২ বছর বয়েসে জুভেনাইল রিউমেটয়েড আর্থারাইটিসে আক্রান্ত হয়ে মেথোডিস্ট ওমেন হসপিটালে ভর্তি হন। সেই সময় তিনি ছিলেন অন্তঃস্বত্বা।
কিছুদিনের মধ্যেই তিনি কোমায় চলে যান। তখন গর্ভের সন্তান মাত্র ২২ সপ্তাহ। আপৎকালীন মেডিক্যাল টিম শিশুর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে। দীর্ঘ ৫৪ দিনের অপেক্ষা শেষে কারলা পেরেজ এক শিশুপুত্রের জন্ম দেয়। ছোট্ট শিশুটি যখন প্রথম পৃথিবীর আলো দেখছে, যখন তার প্রথম কান্না ছুঁয়ে যাচ্ছে সকলের হৃদয়, তখন কারলা অনেক দূরে। এবেলা