Thu. Sep 18th, 2025
Advertisements

10kখোলা বাজার২৪,বুধবার, ১৬ মার্চ ২০১৬: জামায়াতের আমির মতিউর রহমান নিজামী সঙ্গে দেখা করতে তার ছেলে ও আইনজীবীরা কাশিমপুর কারাগারে এসে পৌছেছেন। আজ বুধবার (১৬ মার্চ) দুপুর ১ টার দিকে তারা কারাগারে ফটকে এসে পৌছায়।
কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, দুপুর সোয়া ১ টা দিকে নিজামীর ছেলে ব্যারিষ্টার নাজিবুর রহমান ও তার আইনজীবী মশিউল আলমসহ আরো কয়েকজন তার সাথে দেখা করতে কারাগারে এসেছেন।
এর আগে সকালে নিজামীকে তার মৃত্যুর পূর্ণাঙ্গ রায় পড়ে শুনানো হয়। এসময় আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আপিল বিভাগে রায় পূর্ণবিবেচনার জন্য (রিভিউ) আবেদন করবেন বলে জেল সুপারকে তিনি জানান।