Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32kখোলা বাজার২৪,বুধবার, ১৬ মার্চ ২০১৬:সারাজীবন বেঁচে থাকার ইচ্ছা অনেকরই আছে। কিন্তু কয়জনই বা পারে নিজের মনের সেই ইচ্ছা পুরণ করতে। তবে আর কেউ না পারলেও এবার এমন একজন চিরকাল বেঁচে থাকার উ”চভিলাষী পরিকল্পনা করেছেন। তার সেই পরিকল্পনা হচ্ছে রোবট হয়ে সারাজীবন বেঁচে থাকবেন! তিনি রাশিয়ার ধনকুবের দিমিত্রি ইটসকব।
৩৫ বছর বয়সী এই কোটিপতি ইচ্ছা স্বপ্নপূরণের জন্য এ প্রকল্পে স্নায়ু বিজ্ঞানী, অন্তর্জ্ঞান গবেষক ও রোবট ইঞ্জিনিয়ারদের সাহায্যে নেবেন। অবশ্য এজন্য তিনি ‘২০৪৫ ইনিসিয়েটিভ’ নামক একটি গবেষণা প্রতিষ্ঠান চালু করেছেন।
দিমিত্রি ইটসকবের গবেষণা প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে, একজন মানুষের মৃত্যুর পরে তার রোবটিক শরীরের মধ্যে সেই মানুষটির ব্যক্তিত্ব স্থানান্তর করে অমরত্ব দান করা। এই কথাটি জানা পর যারা রোবটিক শরীরে নিজেকে বাঁচিয়ে রাখতে চান, তাদেরকে মৃত্যুর আগেই স্বেচ্ছায় নিজের ব্রেইন দানের চুক্তি পত্রে সাক্ষর করে প্রতিষ্ঠানটিতে জমা দিতে হবে।
দিমিত্রি ইটসকব অবশ্য নিজেই প্রথম এই কাজটি করে তার যাত্রা শুরু করেছেন। তিনি প্রথমে তার ব্রেইন কম্পিউটারে হস্তান্তর করবেন, যাতে শারীরিক মৃত্যুর পরও সারাজীবন বেঁচে থাকতে পারেন এই ধনকুবের।
তার কথায়, ‘আমি যে কাজটি শুরু করেছি এতে আমার বিশ্বাস ১০০%। আমি এমনটি করতে সক্ষম হব, তা না হলে আমি এমন কিছু শুরু করতাম না। আমি যানি জন্মগ্রহণ করলে একদিন মারা যেতে হবে। আর তাই আমি মৃত্যুর ভয় থেকে এ কাজটি করার উৎসাহ পেয়েছি। আমি ২০৪৫ সালের মধ্যে নিশ্চিতভাবেই মৃত্যুবরণ করবো।’
এ গবেষণায় তার প্রতিষ্ঠান আগামী ৩০ বছরের মধ্যে সফল হবে বলে দাবী করেন দিমিত্রি ইটসকব। ২০৪৫ সালের মধ্যেই ব্রেইন কৃত্রিম শরীরে স্থানান্তর ও হলোগ্রামের মতো চেহারা তৈরি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দিমিত্রি ইটসকবের এই উদ্যোগকে বিশ্বের অনেক গবেষক সফলতা অসম্ভব বলে মনে করছেন। নিজের ব্রেইন রোবটের মধ্যে স্থানান্তর করে জীবন পাওয়া খুব কঠিন কিছু হবে বলেই অভিমত তাদের।