Sat. Sep 20th, 2025
Advertisements

40খোলা বাজার২৪,বুধবার, ১৬ মার্চ ২০১৬: কেশবতী কন্যা, রূপে অনন্যা। যুগ যুগ ধরে এই বাক্যে বিশ্বাস করে আসছেন নারীরা। তাইতো চুলের এতো কদর আর এত যতন। ভারতের স্মিতা শ্রীবাস্তবের কথাই ধরুন। নিজের ৭ ফুট লম্বা চুল যেন আরও আকর্ষণীয় করে তুলেছে তাকে।
ঠিক যেন ডিজনির রাপানজেল রাজকুমারী। লম্বা টাওয়ার থেকে নিজের এলো চুল গুলো নিচে ছেড়ে দিলেন, এখন আর শুধু অপেক্ষা রাজপুত্রের।
ভারতের এলাহাবাদের বাসিন্দা স্মিতা শ্রীবাস্তব। এলাকায় সাত ফুট বললেই সবাই দেখিয়ে দেবে তার বাড়ি। না লম্বায় তিনি সাত ফুট নন, তার চুলের মাপ সাত ফুট।
এরই মধ্যে ভারতের দীর্ঘকেশীর মুকুট তার মাথায় রয়েছে, কিন্তু স্মিতা চান গিনেস রেকর্ড করতে।
ব্যস আর দু’ ইঞ্চি বাড়লেই স্মিতাকে আর কেউ আটকে রাখতে পারবেন না গিনেস বুকে নাম লেখাতে।
স্মিতাকে দেখে লোভ হচ্ছে তো? তাহলে আর কি, হাল ফ্যাশনে চুল কাটার কথা ঝেড়ে ফেলুন মাথা থেকে। এতে গিনেস বুকে যেমন নাম উঠবে তেমনি কমে যাবে পার্লারের খরচও।