খোলা বাজার২৪, শনিবার, ১৯ মার্চ ২০১৬ : বলিউডে আলোচনার উপকরণ রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের বিচ্ছেদ। কিন্তু হঠাৎ মুম্বাইয়ের একটি ক্লিনিকের সামনে দেখা গেল দুজনকে একসঙ্গে। সেই ক্লিনিকের সামনে পার্ক করা ছিল রণবীর এবং ক্যাটের গাড়ি।
মিডিয়াতে শুরু হয় গুঞ্জন, তাহলে কি বিচ্ছেদ হয়নি এই প্রেমিক জুটির! সূত্র থেকে জানা গেছে, বর্তমানে অনুরাগ বসুর ‘জাগ্গা জাসুস’ ছবির শুটিং করছেন রণবীর-ক্যাট। মুম্বাইয়ে চলছে ছবিটির শুটিং। এর মধ্যেই একসঙ্গে বান্দ্রার ক্লিনিকে প্রায় ঘণ্টা দুয়েক কাটান এই দুই তারকা।
যদিও ক্যাটরিনার মুখপাত্র বলেন, ‘এটি ছিল রুটিন চেকআপ। তাই দুজনে গিয়েছিলেন ক্লিনিকে। তারা দুজনেই নাকি ত্বকের সমস্যায় ভুগছেন।