Tue. Sep 16th, 2025
Advertisements

10kখোলা বাজার২৪, রবিবার, ২০ মার্চ ২০১৬ : বাংলাদেশ ব্যাংকে ১১তম গভর্নর হিসেবে যোগদান করছেন ফজলে কবির। রবিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে তিনি কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করেন। নতুন গভর্নর ফজলে কবির কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছলে ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও এস কে সুর চৌধুরীসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এর আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সঞ্চিত, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের প্রায় ৮০০ কোটি কোটি টাকা ‘হ্যাকিংয়ের মাধ্যমে’ লোপাটের বিষয়টি গোপন রাখায় চাপের মধ্যে গত মঙ্গলবার পদত্যাগ করেন গভর্নর ড. আতিউর রহমান। ওই দিনই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন গভর্নর হিসেবে ফজলে কবিরের নাম ঘোষণা করেন।