Fri. Sep 12th, 2025
Advertisements

5kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত পেমা চডেন।
এ সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবি আইএন) মটরযান চুক্তি বাস্তবায়িত হলে এ অঞ্চলে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ বৃদ্ধি পাবে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবদিন বাসসকে এ কথা জানান।
আবদুল হামিদ বলেন, ভুটান তার বাণিজ্য বৃদ্ধির জন্য মংলা ও পায়রা বন্দর ব্যবহার করতে পারে।
রাষ্ট্রপতি বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেন যে, আগামীতে এই সম্পর্ক আরো জোরদার হবে।
পেমা চডেন বলেন, ভুটান বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক বৃদ্ধির বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে।
বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।