খোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : বিশ্বসেরা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল পুরনো আইফোন ব্যবহারকারীদের থেকে সংগ্রহ করে। এরপর তারা আইফোনগুলো দিয়ে কী করে, তা নিয়ে ব্যবহারকারীদের আগ্রহের শেষ নেই। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
অ্যাপল মূলত পুরনো আইফোন সম্পূর্ণ নষ্ট করে ফেলে। তবে কখনো কখনো পুরনো আইফোনের যন্ত্রাংশ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। পুরনো আইফোনের যন্ত্রপাতি বিচ্ছিন্ন করে তা কিছু কাজে ব্যবহারের নজিরও রয়েছে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে পুরনো আইফোন নষ্ট করে ফেলার দৃশ্য প্রকাশ করেছে অ্যাপল। এ ভিডিওতে লায়াম নামে একটি রোবটকে কাজ করতে দেখা যায় পুরনো আইফোনের যন্ত্রাংশ বিচ্ছিন্ন করার কাজে।