Tue. Sep 16th, 2025
Advertisements

13kখোলা বাজার২৪, বুধবার, ২৩ মার্চ ২০১৬ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরির ঘটনায় ফিলিপাইন রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) শাখার ব্যবস্থাপক মাইয়া সান্তোস দেগুইতো এবং ডেপুটি অ্যাঞ্জেলা টরেসকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার ব্যাংকের এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাংকিং নীতি, বিধিবিধান এবং বাণিজ্যিক নথি জালিয়াতির অভিযোগ এনে এই ব্যবস্থা নেয়া হয়। খবর ইনকোয়েরার।
ব্যাংকটি এক বিবৃতিতে জানায়, তাদের অভ্যন্তরীণ তদন্ত শেষ হওয়ার পর সামনের দিনগুলোতে ব্যাংকের অন্যান্য শাখা ও কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা (ছাঁটাই থেকে সাময়িক চাকরিচ্যুতি) আরোপ করা হতে পারে।