খোলা বাজার২৪, বুধবার, ২৩ মার্চ ২০১৬ : ছয় সপ্তাহের মধ্যেই মঙ্গলগ্রহে পৌঁছতে সক্ষম এমন একটি রকেট ইঞ্জিন তৈরির কথা জানিয়েছেন রাশিয়ান বিজ্ঞানীরা।
পারমাণবিক শক্তিচালিত এই রকেট মঙ্গলে পৌঁছানোর ১৮ মাসের সময়কে ৬ সপ্তাহে নামিয়ে আনবে। যাত্রাপথে মালামাল পরিবহনে সক্ষম এই রকেটের গতিপথ পরিবর্তন করা যাবে বলে জানিয়েছে স্কাই নিউজ।
এই রকেট কেমিক্যাল রকেটের সমপরিমাণ ধাক্কা সৃষ্টি করলেও ভরের দিক থেকে এর অর্ধেক। ইউরেনিয়ামের সাহায্যে তরল হাইড্রোজেন উত্তপ্ত ও প্লাজমা বানানো হবে। এটি রকেটের নোজলে পাঠানোর মাধ্যমে ধাক্কা সৃষ্টি করা হবে। এই রকেট প্রোপেল্যান্ট উত্তপ্ত করতে একটি অন-বোর্ড ফিশান রিয়্যাক্টর ব্যবহার করবে।
প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ২০ কোটি ডলার ব্যয় হচ্ছে। প্রকল্পের তত্ত্বাবধানে আছে দেশটির মহাকাশ সংস্থা রোসকসমস।
নিউক্লিয়ার গ্রুপ রোস্যাটম-এর প্রধান সের্গেই কিরিয়েনকো বলেন, “নিউক্লিয়ার পাওয়ার ইউনিটের সাহায্যে সুদক্ষ চালনা ও গতি পরিবর্তনের সক্ষমতাসহ এক থেকে দেড় মাসের মধ্যেই মঙ্গলে পৌঁছানো সম্ভব। এখনকার ইঞ্জিনগুলো ফেরার সম্ভাবনা ছাড়াই মঙ্গলে পৌঁছতে দেড় বছর সময় নেয়।”
এই ইঞ্জিন দুই বছরের মধ্যেই পরীক্ষার মুখোমুখি হবে এবং রোসকসমস ২০২৯ সালের পর এই ইঞ্জিন ব্যবহার করে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে।
এদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা একই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে বলে জানিয়েছে স্কাই নিউজ।