Thu. Sep 18th, 2025
Advertisements

42kখোলা বাজার২৪, বুধবার, ২৩ মার্চ ২০১৬ : সময় লেখার দেয়াল ঘড়ি তৈরি করে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন জাপানের বিশ্ববিদ্যালয় ছাত্র কাংগো সুজুকি। ঘড়িটি এক মিনিট পরপর সময় লিখে জানান দেয় কয়টা বেজেছে। বিষয়টি টুইটারে পোস্ট করে ব্যাপক পরিচিতি পেয়েছেন সুজুকি। এখনও ঘড়িটির কাজ শেষ না হলেও এরিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সে পেয়েছে অসংখ্য প্রস্তাব।
এটাই কাংগো সুজুকির এই মাস্টারপিস কাঠের তৈরি এই ঘড়িটিতে বৈদ্যতিক কোন যন্ত্রাংশ নেই। ২০১৫ সালের শেষ থেকে এ বছরের শুরু পর্যন্ত সুজুকি তার কাজের বিষয়ে টুইটারে জানান দিলে খুব কম মানুষই বিষয়টি বুঝে। কিন্তু ঘড়িটির প্রথম ছবি বেশ সাড়া ফেলে টুইটারে।
এসম্পর্কে সুজুকি বলেন, আমাকে সবসময় কারাকুরি পুতুল যেগুলো দেখতে পারে এগুলো মুগ্ধ করেছে এবং এযুগেও এগুলো তৈরি করা কঠিন। এগুলো কঠিন হলেও আমি এর মাধ্যমে নতুন করে কিছু তৈরি করতে চেয়েিেছ। তারপর ভাবলাম এটা মজার হবে যদি আমি এমন ঘড়ি বানাতে পারি যেটা সময় লিখতে পারে।
ঘড়িটি মোট ৪০৭টি যন্ত্রাংশ নিয়ে তৈরি। আর এর প্রতিটাই নকশা করেছে সুজুকি নিজে। দশ মাস সময় লেগেছে ঘড়িটি তৈরি করতে। সুজুকির এই ঘড়িটি তৈরি করতে সময় রেগেছে প্রায় চার মাস।
সুজুকির এই কাজে বিস্মিত তার অধ্যাপক ইসাও উয়েহারা। সুজুকির ঘড়িটির ব্যপারে জানার পর অনেক বিনিয়োগকারী তার সাথে যোগাযোগ করেছে। অনেক ব্যবসায়ীও তার সাথে কাজ করতে আগ্রহ দেখিয়েছে।