Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10kখোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬: চলতি বছরের ২১ মার্চ উন্মোচন করা হয় মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের নতুন আইফোন ‘এসই’। নতুন এই ফোনটি নিয়ে নানা গুজব চলে আসছিলো অনেকদিন ধরেই। অবশেষে অ্যাপলের স্পেশাল ইভেন্টে সেই গুজবের পর্দা সরায় প্রতিষ্ঠানটি।
আইফোন এসই নিয়ে চলে আসা সকল গুজবের সঙ্গে বাস্তবে খুব বেশি গড়মিল দেখা যায়নি। তবে, এখানে রহস্য রয়ে যায় এর নামকরণ নিয়ে। প্রথাগতভাবে অ্যাপল তার আইফোনগুলোর নাম আইফোন ৩, ৩এস, আইফোন ৪, ৪এস, আইফোন ৫, ৫এস রেখে আসছিলো। এবার সে প্রথার বাইরে গিয়ে নতুন এই আইফোনের নাম ‘এসই’ ঘোষণা করলো প্রতিষ্ঠানটি।
আকারে ছোট হওয়ায় এসই এর মানে ‘স্মল এডিশন’ ধারণা করেছিলেন অনেকেই। ফোনটি উন্মোচনের সময়ও এই নামের কোনো ব্যাখা দেয়নি অ্যাপল। এবার এই ফোনের নামকরণ নিয়ে মুখ খুললেন প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মার্কেটিং প্রধান ফিল শিলার।
এ বিষয়ে শিলার জানান, এখানে ‘এসই’ বলতে ‘স্পেশাল এডিশন’ বোঝানো হয়েছে। আকারে ছোট এই আইফোনটি অ্যাপলের ‘স্পেশাল’ সংস্করণ হওয়ায় নামটি যথার্থ বলে জানিয়ছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।
দেখতে আইফোন ৫এস-এর মতো হলেও আইফোন ৬ এর ফিচার ও কার্যক্ষমতা রয়েছে এই ফোনে। ৩৯৯ মার্কিন ডলার এবং ৪৯৯ ডলারে আইফোন এসই-এর দুটি সংস্করণ ৩১ মার্চ বাজারে আসবে বলে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে।
এর আগেও অ্যাপলের রীতির বাইরে আইফোন ৫সি নামকরণ করেছিল এই প্রতিষ্ঠান। তবে সেই নামের সঠিক ব্যাখা এখনও দেয়নি অ্যাপল।