Sat. Sep 20th, 2025
Advertisements

46kখোলা বাজার২৪, শুক্রবার, ২৫ মার্চ ২০১৬ : আগের বছর সালমান খান ‘হিরো’ সিনেমাতে সুরজ পাঞ্চোলি এবং আথিয়া সেট্টিকে বলিউডে লঞ্চ করেছিলেন। এবার খবর পাওয়া যাচ্ছে যে সালমান খান এবার বলিউডে আনতে চলেছেন নিজের এক বন্ধুর ছেলেকে। নাম জাহির। এখনও পর্যন্ত যা খবর জাহির পাঞ্জাবি সিনেমা ‘জট্ট অ্যান্ড জুলিয়েট’ সিনেমার রিমেকে প্রথম সিনেমাতে নামবেন।
২০১২ সালে রিলিজ হওয়া পাঞ্জাবি সিনেমা ‘দিলজিত রোমান্স’ সিনেমার কপি রাইট ছিল হিমেশ রেশমিয়ার কাছে। তিনিই সালমানকে এটি দেখান। এর স্ক্রিপ্ট পড়ে শোনান। আর বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলারের এই স্ক্রিপ্ট পছন্দ হয়ে যায়। তিনি এটিকে হিন্দিতে বানানোর সিদ্ধান্ত নেন।
তবে বলা হচ্ছে হিন্দু রিমেকে ানেক পরিবর্তন থাকবে। সিনেমাটিতে ৫-৬ টি গান থাকতে পারে। সিনেমাটিতে জাহির মুখ্য চরিত্রে অভিনয় করবেন। তবে হিরোইন কে হবেন সেটা এখনও বলা হয়নি।
প্রসঙ্গত, সালমান খান ক্যাটরিনা কাইফ, ডেজি শাহ, স্রেহা উল্লাল, জরিন খানের মতো বড় অভিনেত্রীদের আগেই বলিউডে লঞ্চ করেছিলেন। বডিগার্ডের ছেলেকেও বলিউডে লঞ্চ করার খবর সামনে এসেছে।