Tue. Sep 16th, 2025
Advertisements

14kখোলা বাজার২৪, শনিবার, ২৬ মার্চ ২০১৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ সমাজে কারো নিরাপত্তা নেই, বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নেই। অর্থনীতিকে লুট করা হয়েছে। এমন পরিস্থিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে প্রমাণ করতে চাই আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক দল।
শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিজয় র্যালির শুরুতে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত এ বিজয় র্যালির মাধ্যমে সব মানুষের কাছে পৌঁছে দিতে চাই বিএনপি গণতন্ত্রের জন্য যে যুদ্ধ শুরু করেছে তা থেমে নেই।
শনিবার বিকেল সোয়া ৩টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে র্যালি শুরু হয়। র্যালিতে দলের শীর্ষ নেতারাও উপিস্থিত আছেন।