Wed. Sep 17th, 2025
Advertisements

4kখোলা বাজার২৪, রোববার, ২৭ মার্চ ২০১৬ : আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় এই দুই মন্ত্রী তাদের নৈতিকতা হারিয়েছেন কিনা কিংবা মন্ত্রী হিসেবে থাকতে পারবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। এই বিষয়ে এই মুহূর্তে বলা সম্ভব নয়। সংবিধানেও এই বিষয়ে বিস্তারিত বলা নেই। আজ রবিবার আদালত থেকে বেরিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, এই দুই মন্ত্রী নৈতিকতা হারিয়েছেন কিনা এবং তাদের মন্ত্রীত্ব থাকবে কিনা সে বিষয়ে এখন সিদ্ধান্ত মন্ত্রিসভার। তবে একজন অ্যাটর্নি জেনারেল হিসেবে এটাকে নৈতিকতা হারানো বলবেন কিনা- এমন পশ্নে তিনি এড়িয়ে যান।
তিনির বলেন, গুরুতর আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সরকারের দুই মন্ত্রী স্বপদে বহাল থাকার বিষয়টি নৈতিকতার সঙ্গে জড়িত। তাদের মন্ত্রীত্ব থাকবে কি না এ ব্যাপারে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে। আদালত অবমাননার দায়ে এর আগে এরশাদ সরকারের আমলে হাবিবুল্লা নামের একজন মন্ত্রীকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এরপর এই দুজনকে দোষী করা হল।
তিনি আরো বলেন, আদালত তার রায়ে বলেছেন, এই দুই মন্ত্রী চরমভাবে আদালত অবমাননা করেছেন। এজন্য তাদের নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করেনি আদালত। তাদের আবেদন না মঞ্জুর করেছেন। তাদের অপরাধের গুরুত্ব এত বেশি যে তাদের ক্ষমা করা যাবে না। আগামী সাত দিনের মধ্যে এই জরিমানার টাকা দাতব্য দুটি প্রতিষ্ঠানে জমা দিতে হবে।