Tue. Sep 23rd, 2025
Advertisements

16kখোলা বাজার২৪, রোববার, ২৭ মার্চ ২০১৬ : আপনি কি আলিয়া ভাটের খুব ভক্ত? তাঁর সৌন্দর্য্য এবং অভিনয় খুবই পছন্দ করেন? তাহলে নিশ্চয়ই জানেন যে, আলিয়ার বলিউড ডেবু হয়েছিল কোন ফিল্মে। এতক্ষণে উত্তরটা নিশ্চয়ই মনে মনে দিয়ে দিয়েছেন। করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার। আপনার উত্তর কি এটাই?
যদি এটাই আপনার উত্তর হয়, তাহলে ভুল বললেন। কারণ, বলিউড ফিল্মে আলিয়া ভাটকে দেখা গিয়েছে তার অনেক আগে থেকে। ১৯৯৯ সালের সংঘর্ষ ফিল্মে চাইল্ড আর্টিস্টের ভূমিকায় প্রথমবার বড় পর্দায় দেখা গিয়েছিল আলিয়া ভাটকে। ওই ফিল্মে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, প্রীতি জিন্টা, আশুতোষ রানা। আর এই ছবিটি ট্যুইটারে পোস্ট করেছেন মহেশ ভাট স্বয়ং।