Mon. Sep 22nd, 2025
Advertisements

31kখোলা বাজার২৪, রোববার, ২৭ মার্চ ২০১৬ : সিরিয়ার প্রাচীন শহর পালমিরা থেকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে তাড়িয়ে দিয়ে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকারি বাহিনী। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থার বরাত দিয়ে ইনডিপেনডেন্ট জানিয়েছে এই খবর। সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন সেনাবাহিনীর সূত্র উল্লেখ করে বলে, সিরিয়ার সেনাবাহিনী ও মিলিশিয়া পালমিরার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এদিকে রয়টার্স নিজস্ব সূত্রের বরাত দিয়েও এই খবর নিশ্চিত করেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরের পূর্বাঞ্চলে এখনো কিছু গোলাগুলি শোনা যাচ্ছে। তবে আইএসের বেশির ভাগ যোদ্ধা পালমিরার নিয়ন্ত্রণ সরকারি বাহিনীর হাতে ছেড়ে পূর্বদিকে পালিয়েছে।
ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রোমান নগরী পালমিরা ও সংলগ্ন আধুনিক শহরটি গেল বছরের মে মাসে দখল করে নিয়েছিল আইএস জঙ্গিরা। দখলের পরপরই পালমিরার দুই হাজার বছরের পুরনো দুটি মন্দির, একটি তোরণ ও অন্য কয়েকটি স্থাপনা ধ্বংস করে দেয় চরমপন্থী জঙ্গিগোষ্ঠীটি। এতে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া হয়। এই ধ্বংসকাণ্ডকে যুদ্ধাপরাধ বর্ণনা করে এর নিন্দা জানিয়ে ছিল জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো।