Mon. Sep 15th, 2025
Advertisements

imagesখােলা বাজার২৪, রোববার, ২৭ র্মাচ ২০১৬ : -নরসিংদীথেকে তোফাজ্জল হোসেন:-নরসিংদী শিবপুর আব্দুল হাই (৬২) এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার রাত্রে ১১টায় শিবপুর বিরাজ নগর বাজার থেকে আব্দুল হাই তার  বাসায় যাওয়ার সময় রাস্তায় দূবৃর্ত্তরা তাকে দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত আব্দুল হাই বিরাজ নগর গ্রামের মৃত আব্দুল হাশিমে বড় ছেলে।
থেকেনিহতের পরিবার ও পুলিশ জানায়, মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সতভাই জাকির (৩৫)। তার সাথে জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছে। তার ভাই জাকির কিছু দূবৃর্ত্তদের নিয়ে এই হত্যা কান্ড ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে ধরানা করছে পুলিশ ও এলাকাবাসি।
শিবপুর মডেল থানার ওসি খন্দকার ইমাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত সতভাই জাকির পলাতক। মামলার প্রস্তুতি চলছে। তাকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পেরন করা হয়েছে।