Wed. Sep 17th, 2025
Advertisements

3kখোলা বাজার২৪ সোমবার, ২৮ মার্চ ২০১৬: সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী হরতাল কর্মসূচি ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। আজ সোমবার সকাল থেকে নগরীতে যান চলাচল করলেও ব্যক্তিগত গাড়ি তেমন দেখা যায়নি। চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এদিকে হরতালের সমর্থনে নগরীর দুই একটি জায়গায় মিছিল ও সমাবেশ করছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। হরতালে নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। হরতালে যে কোন ধরণের নাশকতারোধে নগরীতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে র‌্যাব-পুলিশের একাধিক টিম।
সিএমপির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্রাযার্য্য জানিয়েছেন, হরতালে জনজীবন স্বাভাবিক রয়েছে। কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। যে কোন ধরণের নাশকতারোধে সতর্ক রয়েছে পুলিশ। এদিকে নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্যাহ জানান, স্বত:পূর্তভাবে পালিত হচ্ছে হরতাল। হরতালের সমর্থনে প্রতিটি থানায় থানায় মিছিল ও সমাবেশ হচ্ছে।