Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ড. শিরীণ আখতার চবি’র নতুন উপ-উপাচার্য36খোলা বাজার২৪ সোমবার, ২৮ মার্চ ২০১৬:
চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ প্রথমবারের মতো একজন নারী অধ্যাপক এ পদে নিয়োগ পেলেন।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে উপ-উপাচার্য নিয়োগ সংক্রান্ত চিঠি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীণ আখতারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আজকেই দায়িত্ব গ্রহণ করবেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‌‘বিশ্ববিদ্যালয়ে উপাচার্য রয়েছেন। আমি ওনার কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘ছাত্র-শিক্ষকদের কল্যাণে কাজ করে যাব। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজট দূর করাই হবে আমার প্রধান লক্ষ্য। সবাইকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই।’

গত বছরের ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের ১৭ তম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. ইফতেখার ‍উদ্দিন চৌধুরী। এর আগ পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ছিলেন। তার উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্যের পদটি শূন্য হয়ে যায়।