Sun. Sep 21st, 2025
Advertisements

17kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬ : তারকাদের বিয়ে নিয়ে খানিকটা নাটকীয় পরিবেশ তৈরি হবে এটা স্বাভাবিক ঘটনা। আর বলিউডে এটা যেন না বলারই বিষয়। কারণ এ পর্যন্ত যতগুলো তারকা জুটির বিয়ে হয়েছে তার বেশিরভাগ ঘিরেই ছিল নানা জল্পনা। সেই ধারাবাহিকতায় বিপাশা বসুর বিয়ে নিয়েও গুঞ্জনের কোনো কমতি ছিল না।
বিয়ের সবকিছু যখন প্রায় ঠিক তখনই পারিবারিক কারণে তাদের বিয়ের খবর থেমে গেল। তবে সম্প্রতি আবারও নতুন শিরোনাম হচ্ছে বিপাশা ও করণের বিয়ের সংবাদ।
এর আগে জানা যায়, বিপাশাকে মেনে নিতে আপত্তি ছিল করণের মায়ের। কিন্তু এখন আর সেই বাঁধা নেই। করণের মা তাদের সম্পর্ক মেনে নিয়েছেন।
আর এই খবর পাওয়ার পর এখন বিপাশা-করণ দু’জনই তাড়াহুড়ো করে প্রস্তুতি নিচ্ছেন তাদের বিয়ের। আর যেন দেরি করতে চাইছেন না তারা। গণমাধ্যমে এখন দু’জনই তাদের বিয়ের খবরটি বেশ আনন্দের সাথেই সবাইকে জানাচ্ছেন।