Wed. Sep 17th, 2025
Advertisements

28খোলা বাজার২৪, বুধবার, ৩০ মার্চ ২০১৬ : মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড প্রদেশের মেডস্টার হেলথ-এর কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হওয়ার ঘটনা তদন্ত করছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবি আই। মেডস্টার হেলথ-এর আওতায় সংস্থাটিতে ১০টি হাসপাতাল এবং ডজনখানেক ক্লিনিক রয়েছে। সম্প্রতি একাটি হাসপাতালে ভাইরাস আক্রমণের ঘটনায় রোগীর স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই তদন্তে নেমেছে গোয়েন্দা সংস্থা।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, ২৮ মার্চ ম্যারিল্যান্ডের মেডস্টার হেলথ আইটি সিস্টেমে ভাইরাস দেখা দেয়। এই ভাইরাস প্রতিষ্ঠানের কিছু ব্যবহারকারীকে সিস্টেমে লগইন করতে দেয়নি বলে হাসপাতালের ফেইসবুক পেইজে জানানো হয়।
এই ভাইরাস থামাতে সঙ্গে সঙ্গেই উদ্যোগ নিয়েছে মেডস্টার হেলথ কর্তপক্ষ। হাসপাতালে বাকি জায়গায় ভাইরাসটি ছড়িয়ে পড়া ঠেকাতে প্রতিষ্ঠানের সব সিস্টেম বন্ধ করে দেয় তারা। শনাক্ত না করা এই ভাইরাস হাসপাতালের কাগজপত্র এবং ব্যাকআপ সিস্টেমে হামলা করে বলেও জানানো হয়।
এ বিষয়ে সহায়তা চাওয়া হলে তদন্ত শুরু করে এফবি আই। গোয়েন্দা সংস্থাটির একজন মুখপাত্র ডেভিড ফিটজ্ বলেন, “এফবি আই ব্যাপারটি জানে এবং এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।”
ভাইরাসটি র‌্যানসমওয়্যার ধরনের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই টাইপের ভাইরাস ডিজিটাল ফাইল এনক্রিপ্ট করতে পারে। এটি সত্যি হলে ঝুঁকির মধ্যে পড়বে এই সংস্থার ৪৫ লাখ রোগী।
এ বছরের মার্চের মাঝমাঝিই মেথডিস্ট নামের মাঝারি আকারের একটি হাসপাতালে ভাইরাস হামলা চালায় হ্যাকাররা। ভাইরাসের মাধ্যমে হাসপাতালটিতে ৫ দিন অভ্যন্তরীণ জরুরী অবস্থা তৈরি করে হ্যাকারদল। আর ফেব্র“য়ারিতেই র‌্যানসমওয়্যার থেকে কম্পিউটার সিস্টেমকে মুক্ত করতে বিটকয়েনের মাধ্যমে ১৭ হাজার মার্কিন ডলার খরচ করেছে হলিউড প্রেসবাইটেরিয়ান মেডিকেল সেন্টার।