Sat. Sep 20th, 2025
Advertisements

30খোলা বাজার২৪, বুধবার, ৩০ মার্চ ২০১৬ : এই সবে বাজারে নেমেছে ঝ৭ আর ঝ৭ এজ। এর মধ্যেই আবার নতুন মডেল নিয়ে হাজির হতে চলেছে স্যামসাং। সব ঠিক থাকলে মার্চের শেষ দিনেই লঞ্চ করছে নতুন স্মার্টফোন ঔ৩। জানা গেছে, বাইকের শখ যারা রাখেন তাঁদের জন্য স্পেশ্যালি ডিজাইন করা হয়েছে এই ফোন। যাতে থাকবে ‘বাইক মোড’-এর অপশন। যা তাঁদের জীবনে নির্বিঘেœ বাইক চালানোর অনাবিল আনন্দ এনে দেবে।
আপনি চালাবেন বাইক, আর নতুন এই বৈশিষ্ট্যটি আপনাআপনি হ্যান্ডেল করবে আপনার নোটিফিকেশন, মেসেজ, কলগুলি। যারা আপনাকে ফোন বা মেসেজ করবে তাঁদের আপনার হয়ে জানিয়ে দেবে, আপনি বাইক চালাচ্ছেন পরে ফোন করতে। এর মধ্যেই নতুন এই ফোনের বিজ্ঞাপনের টিজার ছড়িয়ে পড়েছে টিভি, ইন্টারনেটে। যাতে রয়েছেন শাহিদ কাপুর। ক্লিক করুণ আর দেখে নিন নিজেই।