খোলা বাজার২৪, বুধবার, ৩০ মার্চ ২০১৬ : সূর্য বিধ্বংসী এক অগ্নিশিখা তৈরি করতে পারে যা ভবিষ্যৎ পৃথিবীর জন্য ক্ষতিকারক হবে। নেচার কমিউনিকেশনে প্রকাশিত প্রবন্ধে এ তথ্য দেয়া হয়েছে।
সৌরবিস্ফোরণ একটি স্বাভাবিক ঘটনা। এর অভিঘাত পৃথিবীপৃষ্ঠে আঘাত হানার জন্য এখনও পর্যন্ত একেবারেই কম। কিন্তু গবেষণায় দেখা গেছে, ভবিষ্যতে এই বিস্ফোরণ চরম আকার ধারণ করার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না।
পৃথিবী পৃষ্ঠে ক্রমাগত আছড়ে পড়া সৌরবিস্ফোরণ বা সোলার ফ্লেয়ার শক্তিকণা দিয়ে তৈরি। সূর্য থেকে মহাশূন্যে বিকিরিত হচ্ছে এই শক্তিকণাগুলি। যে কণাগুলি পৃথিবীপৃষ্ঠে আঘাত হানে, তা এই সবুজ গ্রহের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে মুখোমুখি হয়।
সৌরবিস্ফোরণের সঙ্গে পৃথিবী পৃষ্ঠের চৌম্বকক্ষেত্রের সংঘর্ষে চমৎকার মেরুপ্রভা তৈরি হয়। ভবিষ্যতে যদি সৌরবিস্ফোরণের সময় অতিরিক্ত উত্তপ্ত প্লাজমার স্রোত পৃথিবীপৃষ্ঠে এসে পড়ে, একটা পর্যায়ের পর সত্যিই তা পৃথিবীর জন্য ক্ষতিকারক হতে পারে। এতে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা ও মহাকাশ গবেষণার উপর সবচে’ বেশি প্রভাব পড়বে। অতিরিক্ত সৌরবিস্ফোরণ সরাসরি প্রাণীজগতের উপরও আঘাত হানতে পারে।