Thu. Sep 18th, 2025
Advertisements

1খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬:ভোটের আগের রাতে যশোর সদর উপজেলার এক ইউনিয়নে ‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণে দুই যুবকের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে লেবুতলা ইউনিয়নের হাজি মতিউর রহমান ডিগ্রি কলেজের ভেতরে ওই বিস্ফোরণে আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ইমদাদুল (৩২) ও সবুজ (৩৯)। আহত মোস্তফা (৩৪), রুবেল (২১) ও রাকিবকে (২৮) যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি ইলিয়াস বলেন, “রাতে কলেজের একটি কক্ষে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটলে তারা আহত হয়। এলাকাবাসীর তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি নিয়ে আসে এবং থানায় খবর দেয়।”
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমদাদুল ও সবুজের মৃত্যু হয় বলে জানান তিনি।
পুলিশ বলেছে, হতাহরা সবাই আন্দোলপোতা গ্রামের বাসিন্দা। বোমা তৈরির পেছনে ভোট ঘিরে নাশকতার পরিকল্পনা ছিল কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।