Sun. Sep 21st, 2025
Advertisements

16খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬: কয়েকজন মুসলমান ছাত্রদের মারধর করা হয়েছে, কারণ তারা ‘জয় মা’ বলে সমর্থন করে নি। ভারতের দিল্লির বেগমপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। এতে একজন ছাত্রের হাত ভেঙ্গে গেছে।
দিলকাশ নামের সেই যুবক জানান, ২৬ শে মার্চে তিনি এবং তার বন্ধুরা- আজমল এবং নাইম পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তাদের উপর এই আক্রমণ করা হয়।
তিনি আর জানান, কয়েকজন এসে তার বন্ধুকে থাপ্পড় দেয় এবং তাকে ‘জয় মা’ বলে স্লোগান দিতে বলে কিন্তু সে যদি না বলে তাহলে হত্যা করার হুমকি দেয়। হত্যার হুমকি দেয়া হলেও তারা জয় মা বলেনি।
মোহাম্মদ আজমল জানান, তারা কোন কথা না শুনে মারামারি শুরু করে। তখন তারা উপায় না পেয়ে শিক্ষকদের ডেকে আনেন। তখন তারা পুলিশে খবর দেন। এখন পুলিশ এই মামলা আমলে নিয়ে তদন্ত শুরু করেছেন।–সুত্র: ইন্ডিয়া টুডে।