Thu. Sep 18th, 2025
Advertisements

24kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬: টি-টোয়েন্টি বিশ্বেকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।

স্বাগতিক হিসেবে সেমিতে উঠে আসতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে ভারতকে। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পর আশঙ্কা ছিল, প্রথম পর্ব থেকেই বিদায় নেবে মহেন্দ্র সিং ধোনির দল। এমনকি পাকিস্তানকে হারানোর পরও সে আশঙ্কা ছিল। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১ রানের ব্যবধানে জয় ছিনিয়ে না নিলে বিদায় একরকম চূড়ান্তই ছিল ভারতের। সব উত্তেজনা ছাপিয়ে শেষ চারে আসায় এখন স্বাগতিকদের স্বপ্ন শিরোপার দিকে। যুবরাজ সিং ইনজুরির কারণে আসরে আর খেলতে পারবেন না। তার পরিবর্তে মনিশ পান্ডেকে স্কোয়াডে নিয়েছে ভারত।

অন্যদিকে, ভারতের কোটি মানুষের স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়ার চ্যালেঞ্জ নিচ্ছে ক্যারিবীয়রা। গেইল-চার্লসদের মারকুটে ব্যাটিং তাদের বড় সম্বল।

গতকাল প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সহজ জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।