Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬: বিনা মূল্যে ফেসবুক ব্যবহারের সুবিধা প্রদান করছে বেসরকারি ফোন অপারেটর গ্রামীণফোন।

প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার ফেসবুকের বিনা মূল্যের ‘ফ্রি বেসিকস’ সেবা চালুর কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টারনেট সংযোগ না থাকলেও ফেসবুকের ফ্রি বেসিকস সেবার মাধ্যমে মানুষ এখন তাঁদের মুঠোফোনে সংবাদ, চাকরি, স্বাস্থ্য, শিক্ষা ও স্থানীয় তথ্য-বিষয়ক দরকারি অনেক ইন্টারনেট সেবা বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন। এর ফলে গ্রামীণফোনের ইজিনেট ব্যবহারকারীরা ফেসবুকের ফ্রি বেসিকস সুবিধার সবটুকু ব্যবহার করতে পারবেন। যাঁরা ইন্টারনেট ব্যবহার করেন না, তাঁদের ইন্টারনেট সম্পর্কে জানা, ফেসবুক ও উইকিপিডিয়ার মতো ওয়েবসাইটগুলো বিনা খরচে ব্যবহার করা এবং ইন্টারনেট প্যাকেজ কেনার একটি ওয়ান-স্টপ সেবা হলো ইজিনেট।

গ্রাহকেরা মুঠোফোনে ফ্রি বেসিকস অ্যাপ ডাউনলোড, সরাসরি ইউআরএল ব্যবহার ও ইজিনেটের লিংক ব্যবহার করে এ সেবা নিতে পারবেন।