Wed. Sep 17th, 2025
Advertisements

45খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬: নির্বাচনে সশস্ত্র সন্ত্রাসীরা কৌশল পরিবর্তন করেছে। যে কারণে প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ চলাকালে প্রাণহানি বেশি ঘটেছে। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ৬৩৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেছেন।
সিইসি বলেন, ইতিমধ্যে নির্বাচন কমিশন কিছু ব্যবস্থা নিয়েছে। যে কারণে আশা করা যায় পরের ধাপের নির্বাচনগুলো আরও সুষ্ঠু হবে।
প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে নির্বাচন তুলনামূলকভাবে ভালো হয়েছে দাবি করে সিইসি বলেন, নির্বাচনে কয়েকটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে, যা সার্বিক অর্জনকে ম্লান করে দিয়েছে। ঢাকার কেরানীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। ভোলায় এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। এর বাইরে আরও দু-চার-পাঁচজন মারা গেছেন বলে শুনেছি। যেসব জায়গায় অনিয়ম হয়েছে সেখানে কমিশন ব্যবস্থা নিয়েছে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির অভিযোগ সম্পর্কে কাজী রকিবউদ্দীন বলেন, বিএনপির কিছু কিছু অভিযোগ কমিশন ইতিমধ্যে গ্রহণ করেছে। যে কারণে প্রথম ধাপের মতো এবার আর রাতের বেলায় ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেনি।