খোলা বাজার২৪, শুক্রবার, ১ এপ্রিল ২০১৬: ফ্রান্সের বিশ্বখ্যাত তেল ও গ্যাস উৎপাদক প্রতিষ্ঠান টোটাল এর সুপারকম্পিউটার প্যানজিয়ার ক্ষমতা তিনগুণ করা হয়েছে।
রয়টার্স জানায়, প্যানজিয়া-এর কম্পিউটিং ক্ষমতা ২.৩ পেটাফ্লপ থেকে ৬.৭ পেটাফ্লপে উন্নীত করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে টোটাল, যা প্রায় ৮০ হাজার ল্যাপটপের সমতূল্য। এর ফলে প্যানজিয়া তেল ও গ্যাসক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারে পরিণত হলো।
টোটাল-এর গবেষণা ও উৎপাদন বিভাগের প্রেসিডেন্ট আরনাউদ ব্রিউলিয়াক বলেন, “এই ক্ষমতা আমাদের কর্মক্ষমতার উন্নতি ঘটাতে এবং ব্যয় কমাতে সহায়তা করবে।” এছাড়াও এমন কম্পিউটিং ক্ষমতাকে ‘প্রতিযোগিতার বাজারে বাড়তি সুবিধা’ বলে উল্লেখ করেন তিনি।
তবে এই কাজে তাদের কতো ব্যয় হলো, বা এ থেকে তারা কতো সাশ্রয় করার প্রত্যাশা রাখে তা জানায়নি টোটাল।
২০১৪ সালের মাঝামাঝি থেকে তেলের দাম দীর্ঘদিন জন্য পড়ে যাওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগ সাশ্রয় করতে নতুন পথ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
বর্তমানে চীনের গুয়াংঝৌ-এ অবস্থিত ন্যাশনাল সুপার কম্পিউটার সেন্টার-এর তিয়ানহে-২ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার।