Fri. Sep 19th, 2025
Advertisements

38খোলা বাজার২৪, শুক্রবার, ১ এপ্রিল ২০১৬:লেটেস্ট টেকনোলজির স্মার্টফোনে নিজেদের সম্পর্কে বার্তা দেবে সিলের দল। স্মার্টফোন ব্যবহার করবে স্কটল্যান্ডের ওর্কনি দ্বীপপুঞ্জের সিলের দলবল। উত্তর ব্রিটেনের সমুদ্র উপকূল সংলগ্ন এই প্রাচীন দ্বীপের কাছে থাকা সিলের সংখ্যা কমে যাচ্ছে। উদ্বিগ্ন জীব বিজ্ঞানীরা। কেন কমছে ওর্কনি দ্বীপের সিলের সংখ্যা? উত্তর খুঁজতে স্মার্ট ফোনের ব্যবহার করতে চলেছে ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজের সি ম্যামাল রিসার্চ ইউনিট। বিজ্ঞানীরা বেশকিছু সিলের মাথার পেছনে নরম অংশে এই স্মার্টফোন লাগিয়ে দেবেন। এতে সিলদের কোনও ক্ষতি হবেনা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সিলের দল নির্দিষ্ট সময়ে তাদের চামড়া খসিয়ে দেয়। এতে মাথার পিছনে নরম অংশে থাকা স্মার্টফোনও ঝরে পড়বে। সিলের দল সমুদ্রের পানিতে ভেসে উঠলেই স্মার্টফোনের তরঙ্গ পৌঁছে যাবে বিজ্ঞানীদের কাছে। সেই তথ্য বিশ্লেষণে মিলবে গুরুত্বপূর্ণ তথ্য। গবেষকরা মনে করছেন, এই সব তথ্যের মধ্যে লুকিয়ে রয়েছে ওর্কনি দ্বীপপুঞ্জের সিল সংখ্যা কমার কারণ। সূত্র: কলকাতা