Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪, শুক্রবার, ১ এপ্রিল ২০১৬: শুধু যোগাযোগ নয়, আরও কিছু সেবার প্ল্যাটফর্ম হতে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জার। বহুল জনপ্রিয় এই অ্যাপ ব্যবহার করে যাতে ট্যাক্সির মতো ভাড়ায়চালিত যানবাহনের ব্যবস্থা করা যায়, গ্রাহক সেবাদাতা এজেন্টদের সাথে কথা বলা যায় এবং বন্ধু-তালিকায় থাকা মানুষদের টাকা পাঠানো যায় তার জন্য কাজ করে যাচ্ছে সংশ্লিষ্টরা। এবার এই তালিকায় আরেকটি নতুন সেবা যোগ হওয়ার আভাস পাওয়া গেছে। আর তা হল খৃদে বার্তা পাঠানোর এই অ্যাপের মাধ্যমে অদূর ভবিষ্যতে কেনাকাটা করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা। ফেসবুক মেসেঞ্জারকে কেনাকাটার মাধ্যম বানানোর পরিকল্পনার প্রমাণ ফাঁস করেছে প্রযুক্তিবিষয়ক সংবাদ মাধ্যম ‘দ্য ইনফরমেশন’। সংবাদমাধ্যমটি জানিয়েছে, অ্যাপটিতে নতুন দুটি অপশন যোগ করতে কাজ করছে ফেসবুক কর্তৃপক্ষ।
অপশন দুটি হলো ‘পে ডিরেক্টলি ইন মেসেঞ্জার হুয়েন ইউ পিক আপ দ্য আইটেম’ ও ‘পে ইন পারসন’। কোনো খুচরো পণ্য বিক্রির প্রতিষ্ঠান থেকে পণ্য কেনার জন্য এই অপশন দুটির নির্দেশনা পালন করবেন ব্যবহারকারীরা। অ্যাপল ইনসাইডার তাদের খবরে জানিয়েছে, শিগগিরই খুচরো পণ্য বিক্রির দোকান থেকে পণ্য কিনতে পারবেন ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীরা। এ নিয়ে কাজ করছে ফেসবুকের বড়সড় একটি দল। সেবাটি কিভাবে কাজ করবে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে চলতি বছরের জানুয়ারিতে ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, ‘অ্যাপল পে’ এর সাহায্য নিয়ে অর্থ পরিশোধের সেবা চালু করতে অ্যাপলের সাথে অংশীদারত্ব চুক্তিতে যাওয়ার সম্ভাবনা আছে। এই কথার সূত্র ধরে বলা হচ্ছে, ফেসবুক মেসেঞ্জারে অ্যাপল পে একীভূত করে নতুন সেবা চালু করবে কর্তৃপক্ষ। সূত্র : ফরচুন, অ্যাপল ইনসাইডার ও উইবার গিজমো