Sat. Sep 20th, 2025
Advertisements

44খোলা বাজার২৪, শুক্রবার, ১ এপ্রিল ২০১৬: টানা ৫ বছর হন্যে হয়ে খুঁজেও বিয়ের জন্য পাত্রী পাননি মোহন যাদব। শুধু মোহনই নন। মধ্যপ্রদেশের ছাত্তরপুর জেলার ছোট্ট গ্রাম তেরিয়ামারেতে তাঁর মতো আরও ৬০ জন যুবক রয়েছেন। যাঁরা দিন গুনছেন বিয়ের। কিন্তু হাজার চেষ্টা করেও কিছুতেই বিয়ে হচ্ছে না। অবশ্য এর জন্য মোহনরা দায়ী নন। বলতে পারেন দায়ী তাদের ভাগ্য।
তাদের গ্রাম অনেক বছর ধরেই জল সঙ্কটে রয়েছে। সঙ্কট এতটাই যে গ্রামের মেয়েদের মাইলের পর মাইল হেঁটে গিয়ে জল আনতে হয়। তেরিয়ামার গ্রামে ৪০০ ফুট গভীরতার যে কটা নলকূপ ছিল সবকটিই শুকিয়ে গিয়েছে।
স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে জনজীবনে। তেরিয়ামারের এই দুরাবস্থার খবর জানতে বাকি নেই আশেপাশের গ্রামের। তাই সে গ্রামে কেউই তাদের মেয়ের বিয়ে দিতে চান না।
ফলে অবিবাহিতই থেকে যাচ্ছেন মোহনরা। কবে এই সমস্যা থেকে মুক্তি ঘটবে তাও জানা নেই কারও।
ছাত্তরপুর জেলা প্রশাসক সূত্রে খবর, ওই গ্রামে নলকূপ বসানোর জন্য একটা জায়গা চিহ্নিত হয়েছে। তবে কাজ শুরু হতে সময় লাগবে।