খোলা বাজার২৪, শনিবার, ২ এপ্রিল ২০১৬: উই ক্যান-ড্যাফোডিল অ্যাপস ফেলোশিপ ২০১৬ জিতেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একটি দল। পুরস্কার হিসেবে পেয়েছে দুই লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দুটি পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) মিলনায়তনে আমরাই পারি জোট (উই ক্যান) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, বর্তমানে খেলা হোক, গার্মেন্টস হোক অথবা সামরিক বাহিনীর ভূমিকা হোক—সবকিছুতেই বাংলাদেশের উন্নয়নে নারীদের ভূমিকা বেশি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করার এই প্রয়াস গুরুত্বপূর্ণ।
আমরাই পারি জোটের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, বাংলাদেশের অগ্রগতিতে নারীর ভূমিকা অপরিসীম। নারীরা স্বাধীন না হলে সমাজ স্বাধীন হবে না। নারী নির্যাতন একটি সামাজিক অনাচার। নারীদের একটি নির্যাতনমুক্ত জীবন নিশ্চিত করার লক্ষ্যে এ অ্যাপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে ডিআইইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, ইমেরিটাস অধ্যাপক এম লুৎফর রহমান, উই ক্যানের জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক, শিউর ক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত খানসহ অনেকে বক্তৃতা করেন।
আয়োজকেরা জানান, নারীর অধিকার আদায়ে সহায়ক হবে এই প্রতিযোগিতায় তৈরি করা মোবাইল অ্যাপগুলো। সারা দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির এই প্রতিযোগিতায় অংশ নেন। ৯৬টি দল আবেদন করে। পরে ২২টি দল প্রথম ধাপে উত্তীর্ণ হয়। সেখান থেকে প্রশিক্ষণ ও বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পায় নয়টি দল।