Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪, শনিবার, ২ এপ্রিল ২০১৬: নিজের মৃত ছেলের আইফোন খুলে দিতে টেক জায়ান্ট অ্যাপলকে অনুরোধ করেছেন এক শোকাহত বাবা।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ২০০৭ সালে ইথিওপিয়া থেকে ডামা নামের এক ছেলেকে দত্তক নেন ইতালীয় লিওনার্দো ফ্যাবেরাত্তি। ২০১৩ সালে ডামার হাড়ে ক্যান্সার ধরা পরে। ২০১৫ সালের সেপ্টেম্বরে মারা যায় ছেলেটি।
ছেলের আইফোনের ফাইলে প্রবেশ করতে, তার আইফোনটি আনলক করে দিতে প্রতিষ্ঠানটিকে অনুরোধ করেছেন এই বাবা।
অ্যাপলকে পাঠানো এক চিঠিতে মার্কিন সরকারের সঙ্গে আইফোন আনলক নিয়ে অ্যাপলের হওয়া বিতর্কের উল্লেখ করেন তিনি। অ্যাপল যদি তার ছেলের আইফোন খুলে দিতে রাজি না হয়, তবে আইফোন খুলতে এফবি আইকে ‘সহায়তা করা প্রতিষ্ঠানটির’ কাছেও শরণাপন্ন হবেন বলে জানান তিনি।
এই ফোনে থাকা ‘ছবি, চিন্তাধারা এবং শব্দগুচ্ছে’ প্রবেশ করতে চান তিনি।
ফ্যাবেরাত্তির চিঠি অ্যাপলের গোপনীয়তা ও নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দুতে আসে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি এর নিরাপত্তা এমনভাবে নিশ্চিত করেছে যে প্রতিষ্ঠানটির জন্যই গ্রাহক অ্যাকাউন্টে প্রবেশ করা অসম্ভব। কিন্তু এই বিধিনিষেধ শিথিল হওয়া উচিত বলে মত দিয়েছেন ফ্যাবেরাত্তি।
চিঠিতে ফ্যাবেরাত্তি বলেন, “আমার মনে হয় যা ঘটেছে তাতে আপনার প্রতিষ্ঠান দ্বারা গৃহীত গোপনীয়তা নীতি সম্পর্কে চিন্তা করা উচিত। যদিও আমি সাধারণভাবে আপনাদের দর্শন শেয়ার করলাম, আমার মনে হয় অ্যাপলের আমার মত ব্যতিক্রমী ঘটনাগুলোর সমাধান দেওয়া উচিত।