Wed. Sep 17th, 2025
Advertisements

22 খোলা বাজার২৪, রোববার, ৩ এপ্রিল ২০১৬: আগামী বছরের প্রথম দিকেই ক্ষমতা ছাড়ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেয়ার পর তিনি কি কি করবেন, কোথায় থাকবেন ইত্যাদি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এমনি এক প্রশ্নের জবাবে সম্প্রতি ওবামা বলেছেন, হোয়াইট হাউস ছাড়ার পর তিনি নাকি চার মাস ধরে শুধু ঘুমাবেন।
গত বুধবার হোয়াইট হাউসের ইস্ট রুমে বার্ষিক ইস্টার প্রেয়ারে অংশ নেয়ার সময় স্রেফ মজা করেই এ কথা বলেন ওবামা। এ সময় তার পতœী মিশেল ওবামা হোয়াইট হাউস ছাড়ার পর তরুণ সম্প্রদায়ের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আর ওবামা সাংবাদিকদের বলেন, ‘এখান থেকে যাওয়ার পর তিন থেকে চার মাস আমি শুধু ঘুমাব। আশা করি আপনার এতে কিছু মনে করবেন না।’
আগামী বছরের জানুয়ারিতে ক্ষমতা ছেড়ে দেয়ার পর ওবামা দম্পতি শিকাগো শহরে যাবেন। তবে ফার্স্ট লেডি মিশেল ওবামা যে কখনোই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না সে কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওবামা। এর আগে গত মাসের গোড়ার দিকে মিশেল বলেছিলেন,‘আমি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বীতা করব না। কখনোই না। কলকতানিউজ