Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪, রোববার, ৩ এপ্রিল ২০১৬:  এনাকে চেনেন? দেখেছেন কোথাও? মুখটা চেনা, কিন্তু নামটা মনে পড়ছে না, তাই তো? ভাবছেন নিশ্চয়ই কোনও হলি-অভিনেত্রী। না, হল না। তাহলে কোনও মডেল হবেন নিশ্চয়ই। এবারও গোল্লা। অন্য লাইনে ভাবুন। তাহলে কোনও উঠতি সেলেব হবেন। ভুল উত্তর। যদি বলি ইনি মানুষই নন। অবাক হলেন? কিন্তু এটাই সত্যি।
এই সুন্দরী আসলে একটি রোবট! এর সৃষ্টিকর্তা ডিজাইনার রিকি মা গ্রিউ। হংকংয়ের এই ডিজাইনারের বয়স ৪২। তিনি ছোট থেকে যা স্বপ্ন দেখতেন, এতদিনে তাকেই সত্যি করে তুললেন। অর্থাৎ তাঁর স্বপ্নের সুন্দরীকে যে আদলে তিনি কল্পনা করতেন এ বার তাকেই রোবটের আকার দিলেন শিল্পী। দেড় বছরের চেষ্টায় ৫০ হাজার ডলার ব্যয়ে তৈরি হয়েছে এই রোবট। যাঁর নাম মার্ক ওয়ান। ইতিমধ্যেই ওয়েব দুনিয়ায় ভাইরাল তার ছবি।
রিকির কথায়, ‘‘মার্ক ওয়ানের জন্য থ্রি-ডি প্রিন্টেড কঙ্কাল ব্যবহার করেছি আমি। যখন তৈরি করতে শুরু করি, সকলে বলেছিলেন, আমি বোকার মতো কাজ করছি। শুধু শুধু টাকার অপচয়। কিন্তু এখন সকলে প্রশংসা করতে বাধ্য হচ্ছেন।’’ তবে কহানি মে জরুর টুইস্ট হ্যায়। রিকির দাবি, কোনও এক হলিউড তারকার আদলে মার্ক ওয়ানকে তিনি তৈরি করেছেন। তবে তাঁর নাম বলতে চাননি। এ বার ছবিটা দেখে আপনি বলুন তো, মার্কের মধ্যে লুকিয়ে থাকা সেই হলিউডি সুন্দরী কে? সূত্র: আনন্দবাজার