খোলা বাজার২৪, রোববার, ৩ এপ্রিল ২০১৬: বাজারে এসেছে ডেল অপটিপ্লেক্স ৩০২০ মডেলের কোর আই-ফাইভ ব্র্যান্ড পিসি। ইন্টেল কোর আই-ফাইভ ৪৫৯০ মডেলের প্রসেসর সম্পন্ন এই পিসিতে রয়েছে ইন্টেল এইচ ৮১ চিপসেট, ৪ গিগা ডিডিআরথ্রি র্যাম, ডেল ১৮.৫ ইঞ্চি মনিটর, ডিভিডি রাইটার, ইউএসবি কি-বোর্ড ও মাউস।
৩ বছরের পার্টস ও সার্ভিস ওয়্যারেন্টিসহ দাম ৪৬ হাজার ৫০০ টাকা। বাজারজাত করছে স্মার্ট টেকনোলজিস।