Fri. Sep 19th, 2025
Advertisements

36খোলা বাজার২৪, রোববার, ৩ এপ্রিল ২০১৬:  দীঘর্ বিরতির পর আবার জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পাচ্ছে মাহিয়া মাহির সিনেমা। ৮ এপ্রিল মুক্তি পেতে যাওয়া ‘অনেক দামে কেনা’য় মাহি অভিনয় করেছেন তার অভিষেকের নায় বাপ্পী সাহার বিপরীতে সেই সঙ্গে পর্দায় ফিরেছেন ডিপজল।
জাকির হোসেন রাজু পরিচালতি ‘অনেক দামে কেনা’ সিনেমায় প্রথমবারের মতো দৃষ্টিশক্তিহীন এক নারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মাহিকে। গুঞ্জন শোনা যাচ্ছে এটিই হতে যাচ্ছে জাজের সঙ্গে মাহির শেষ সিনেমা। মাহিকে জাজের আগামী দিনের পরিকল্পনা কি হবে এমন প্রসঙ্গে জাজের কর্ণধার আব্দুল আজিজ অবশ্য বললেন,“ সময় মতো সব আপডেট আপনারা জানতে পারবেন।”
চার্লি চ্যাপলিনের বিখ্যাত সিনেমা ‘সিটি লাইট’ এর ছায়া অবলম্বনে নিমর্তি সিনেমার গল্পে দেখা যাবে, নিজের একাকীত্ব ঘোঁচাতে প্রতি রাতে মদ খেয়ে ডিপজল শহরের রাস্তায় ঘুরে বেড়ান। দুঃস্থ মানুষের সেবা করেন তিনি। বাপ্পী তাকে বড় ভাইয়ের মত শ্রদ্ধা করেন। এক সময় ডিপজল তার অতীত জীবনের কথা বাপ্পীকে খুলে বলেন। আর তখনই উঠে আসে অন্ধ ফুল বিক্রেতা মাহির সঙ্গে তার ভালোবাসার কথা।
‘অনেক দামে কেনা’ সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সিনেমাটি সারা দেশে ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে নিশ্চিত করেছে জাজ।