Thu. Sep 18th, 2025
Advertisements

47খোলা বাজার২৪, রোববার, ৩ এপ্রিল ২০১৬: রাখে আল্লাহ মারে কে! আল্লাহ যদি কাউকে রক্ষা করে তাহলে মারে কে? সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ছড়িয়ে পড়েছে এমন এক ভিড়িও। ভিডিওতে দেখা যাচ্ছে একটি শহরের বিভিন্ন জায়গায় বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে চালক অনেক কে গাড়ি চাপা দিচ্ছিল, কিন্তু কথায় আছে রাখে ‘আল্লাহ মারে কে’ তাই হয়ত আল্লাহর অশেষ রহমতে সেই বেপরোযা চালকের হাত থেকে রক্ষা পেল এক পথচারী।
আমরা সর্তকতার সাথে সবসময় রাস্তা পারাপার হব।