Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪, রোববার, ৩ এপ্রিল ২০১৬: বিশ্বের সবচেয়ে দামি জুতার দাম কতো বলুন তো? জানি, অনুমান করে বলা প্রায় অসম্ভব। কারণ একজোড়া জুতার দাম এতো হতে পারে এটা অবিশ্বাস্য! কিন্তু বাস্তব বলছে ভিন্ন কথা। জুতার দাম চার মিলিয়ন ডলার। টাকার অংকে প্রায় ৩ কোটি ২০ লাখ!
হ্যাঁ, ঠিক পড়েছেন আপনি। বিলাসবহুল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বিসিওন ও ডিজাইনার ড্যান গ্যামাচে বিশ্বের সবচেয়ে দামি এই জুতা তৈরি করেছে। এটি স্নিকারস, অর্থাৎ খেলার জুতা। গত সপ্তাহে নিউইয়র্কে জুতা জোড়া প্রদর্শণ করা হয়। নাম ‘ফায়ার মাংকি’। কেন এ নাম, তা অবশ্য জানা যায়নি। নীল রঙের জুতার ওপরে বেশ কিছু হীরা বসানো রয়েছে। আরো রয়েছে ১৮ ক্যারেট স্বর্ণে মোড়া কয়েকটি রতœ। যে ট্যাগটি জুতার গায়ে ঝুলানো, সেটি খাঁটি স্বর্ণের তৈরি। আর এ কারণেই এর দাম এতো বেশি।
জুতা জোড়া শিগগিরই নিলামে বিক্রি করা হবে। সে অর্থ যাবে আমেরিকার দাতব্য সংস্থা সোলস ফর সোলসের কাছে। সংস্থাটি ২০০৬ সাল থেকে বিশ্বের একশ’র বেশি দেশে ২৬ মিলিয়ন জোড়া স্নিকারস বিলি করেছে। মূলত অসহায় মানুষ, যাদের জুতা কেনার সামর্থ্য নেই, তাদের জন্য জুতা বিতরণ করে সংস্থাটি।
আমাদের দেশেও এমন অনেক দুঃস্থ, অসহায় আছেন, যারা খালি পায়ে ঘুরে বেড়ান সব সময়। তাদের দিকেও হয়তো এক সময় নজর পড়বে সংস্থাটির। সে আশা করতেই পারি আমরা।