Mon. Sep 15th, 2025
Advertisements

8খোলা বাজার২৪,বুধবার, ৬ এপ্রিল ২০১৬: রাজধানীর চাঁনখারপুল এলাকায় পূর্ণাঙ্গ বার্ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ১০টায় ‘শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, ৫০০ শয্যাবিশিষ্ট এই ইনস্টিটিউটটি নির্মাণে ব্যয় হবে ৫৩৪ কোটি টাকা। মোট ১ দশমিক ৭৬ একর জমিতে বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালটি সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হবে। আন্ডারগ্রাউন্ডে দুই তলা বেইজমেন্টসহ মোট ১২তলা বিশিষ্ট বহুতল একাধিক ভবন নির্মাণ হবে। পৃথক তিনটি ব্লকের একটিতে বার্ন, একটিতে প্লাস্টিক ও অপরটিতে একাডেমিক ভবন থাকবে।
নির্মাণ কাজ শেষ হওয়ার পর এখানে প্রতিদিন গড়ে ৫০০ দগ্ধ রোগী একসঙ্গে চিকিৎসা সুবিধা পাবেন। বর্তমানে সারা দেশের ১৮টি মেডিক্যালের মধ্যে ৯টিতে বার্ন ইউনিটের সুবিধা রয়েছে।