Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪,বুধবার, ৬ এপ্রিল ২০১৬: আইফোন ৭-এর একটি সংস্করণে অ্যাপল ডুয়াল-ক্যামেরা ব্যবস্থা যোগ করতে পারে বলে গুজব শোনা গেছে। এতে উচ্চমানের ছবি তোলার সুবিধা থেকে শুরু করে থ্রিডি ইমেজ স্ক্যানিং-এর মতো উচ্চাভিলাষী প্রযুক্তির ব্যবহারের কথা শোনা গেছে বলে জানায় ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুও-এর মতে, অ্যাপল ডুয়াল-ক্যামেরা সম্বলিত একটি নতুন স্মার্টফোন বাজারে ছাড়তে যাচ্ছে। এর সাহায্যে তোলা ছবির মান সম্পূর্ণ ডিএসএলআর-এ তোলা ছবির মতোই হবে বলে মন্তব্য করেন তিনি।
সেপ্টেম্বরেই বাজারে আসতে যাওয়া অ্যাপলের নতুন ফোনটিই পরবর্তীতে সম্পূর্ণ নতুন ডিজাইনে বাজারে আসতে পারে বলেও মত দিয়েছেন তিনি। তবে, সাড়ে পাঁচ ইঞ্চির বড় আকারের আইফোন ৭ প্লাস-এ ডুয়াল-ক্যামেরা ফিচার সীমিত হতে পারে।
আইফোন ৭-এর পরবর্তী সংস্করণগুলোতে বর্তমানে বাজারে থাকা আইফোন ৬ ও ৬এস-এর একই আকারের হবে বলে গুজব শোনা গেছে।
ইন্ডিপেনডেন্ট জানায়, ডুয়াল-ক্যামেরা সংযোজনে সাধারণ ক্যামেরার চেয়ে কম জায়গার প্রয়োজন হয়। এর ফলে প্রতিষ্ঠানটি আইফোনের অতিরিক্ত জায়গা বাদ দিতে বা ফোনের পেছনের অংশে বেরিয়ে থাকা ‘ক্যামেরা বাম্প’ নামে পরিচিত উঁচু অংশ কমাতে বা বাদ দিতে সক্ষম হবে।
এর আগে অবশ্য আকারের বিবেচনায় ছোট আকারের আইফোন ৬ ও ৬ প্লাস-এর ক্ষেত্রে এদের আগের আইফোন ক্যামেরার কিছু প্রযুক্তিগত সুবিধা বাদ দেওয়া হয়।