Thu. Sep 18th, 2025
Advertisements

41খোলা বাজার২৪,বুধবার, ৬ এপ্রিল ২০১৬ প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় অবশেষে মুখ খুললেন তাঁর বাবা শঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঘটনায় মেয়ের প্রেমিক রাহুলের ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দাবি করেছেন তিনি। গতকাল প্রত্যুষার স্মরণসভার আয়োজন করা হয়েছিল মুম্বইতে। যাতে অংশ নিয়েছিলেন প্রয়াত অভিনেত্রীর পরিবার সহ ঘনিষ্ঠরা। সেখানেই সাংবাদিকদের সামনে মুখ খোলেন তাঁর বাবা, মা। ঘটনায় রাহুলের শাস্তির দাবি করেছেন প্রত্যুষার মা।
অন্যদিকে, প্রত্যুষার বাবার অভিযোগ, রাহুল তাঁর মেয়ের জীবন নষ্ট করেছে। তাই তাঁর ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। গত ১ এপ্রিল গুরগাঁওয়ে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ছোটোপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়।