খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬: চমকে পরিপূর্ণ নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় শিল্পী মৌসুমী আক্তার সালমা। তবে শুধু অডিও নয়, ভিডিওসহ এ গানটি প্রকাশ পাবে তার। আর চলতি সময়ের আলোচিত মডেল সুজানা জাফর তার এ গানটিতে মডেল হিসেবে পারফর্ম করেছেন। এই প্রথম সালমার কোনো গানে মডেল হিসেবে দেখা যাবে সুজানাকে।
সম্প্রতি গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ‘আমার মনের ছোট্ট ঘরে বৃষ্টি ভাইঙ্গা পড়ে’- শীর্ষক এ গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। আহমেদ রাজিবের সুরে এ গানটির সংগীতায়োজন করেছেন মাসুম। গানটির ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। বিভিন্ন মনোরম লোকেশনে সম্প্রতি গানটির শুটিং সম্পন্ন হয়েছে। এ বিষয়ে সালমা বলেন, এর আগে আমার প্রায় সব মিউজিক ভিডিওতে আমিই পারফর্ম করেছি। কিন্তু এবার এ গানটিতে সুজানা আপু মডেল হিসেবে কাজ করেছেন।
অনেক ভালো আয়োজনের একটি ভিডিও হয়েছে এটি। সব মিলিয়ে আমি আশাবাদী যে গানটিও অডিও এবং ভিডিও দুটিই সবার ভালো লাগবে বলে। সুজানা বলেন, সালমা এ গানটি অনেক ভালো গেয়েছে। গানটির কথা, সুর ও সংগীত পছন্দ হয়েছে আমার। সব মিলিয়ে গানটি দর্শকদের জন্য একটি বড় চমক হয়েই ধরা দেবে বলে আমার বিশ্বাস।